The National University is Now Ranked 43rd 2021

The National University has made a splash among the various public and private universities, including the quality of education and research. The university ranks 43rd among public and private universities in the country. 26th among government universities. This list is followed by the national universities, many of the country’s top public universities. Dhaka University and BUET are in the 1st and 2nd position among 173 public and private universities and medical colleges in the country.

পড়াশুনার মান ও গবেষণা সহ নানা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চমক দেখিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। দেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৪৩ তম। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২৬ তম। এই তালিকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরে অবস্থান করেছে দেশের অনেক প্রথম সারির পাবলিক বিশ্ববিদ্যালয়। তালকায় দেশের ১৭৩ টি সরকারি – বেসরকারি বিশ্ববিদ্যালয় , মেডিকেল কলেজের মধ্যে ১ম ও ২য় অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট।

The National University is Now Ranked 43rd 2021

Download Link

This information has been given in the January 2021 edition of Web metrics (www.webmetrics.info), a Madrid-based educational and research institute of Spain, with the higher education institutions of more than two hundred countries of the world. The company recently published its 18th edition with 31,000 educational institutions around the world. Web metrics has been publishing regular university rankings since 2004. They publish this ranking in January and July every year. In the July edition of last year, BUET was in first place among 168 universities and medical colleges of the country.

বিশ্বের দুই শতাধিকের বেশি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স এর ( www.webmetrics.info ) জানুয়ারি ২০২১ সংস্করণে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি বিশ্বের ৩১ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সম্প্রতি ১৮ তম সংস্করণ প্রকাশ করে। ২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে তারা এ র‍্যাংকিং প্রকাশ করে। গত বছর জুলাই সংস্করনে দেশের ১৬৮ টি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের মধ্যে প্রথম স্থানে ছিল বুয়েট।

The National University is Now Ranked 43rd 2021 PDF

Download Link

Among the public universities are Bangladesh University of Professionals, Jessore University of Science and Technology, Bangladesh Open University, Pabna University of Science and Technology, Barisal University, and many more.

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরেই অবস্থান করছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস , যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় , পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , বরিশাল বিশ্ববিদ্যালয় সহ আরও অনেক বিশ্ববিদ্যালয়।

The National University is Now Ranked 43rd 2021 Picture

The National University is Now Ranked 43rd 2021
The National University is Now Ranked 43rd 2021
The National University is Now Ranked 43rd 2021
The National University is Now Ranked 43rd 2021

In addition to the website of the educational institution, their researchers and articles are taken into consideration in creating the ranking according to the website of Web metrics. In that case, the website’s ranking is based on 50 percent of the information, 10 percent of the top-cited researchers, and 40 percent of the top-cited articles.

ওয়েবমেট্রিক্স এর ওয়েবসাইট অনুযায়ী র‍্যাংকিং তৈরিতে শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের পাশাপাশি তাদের গবেষক ও প্রবন্ধ বিবেচনায় নেয়া হয়। সেক্ষেত্রে ওয়েবসাইটের তথ্য ৫০ শতাংশ , টপ সাইটেড গবেষকদের ১০ শতাংশ এবং টপ সাইটেড প্রবন্ধ ৪০ শতাংশ বিবেচনায় নিয়ে র‍্যাংকিং তৈরি করে।

It is requested to ignore the previous press release sent in this regard.

উল্লেক্ষ্য এই বিষয়ে প্রেরিত আগের সংবাদ বিজ্ঞপ্তি টি ইগনোর করার জন্য অনুরোধ করা হলো।

We collect all the notices and news from the official website of the National University of Bangladesh. Our all information is absolutely true. If you have any doubt the go to the National University of Bangladesh’s official website and check there about the news.

You can check this website every day for getting every new notice and news update of the National University of Bangladesh’s website.

If you have any confusion then please give us feedback as a comment down below. So we can know your every concern and we will follow and obey your feedback. We make every post for all of you.

Thank You.

Leave a Comment